বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৫:৩৫ পিএম

‘পবিত্র আশুরা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৫:৩৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষ্যে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য কর্মসূচিকে ঘিরে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, ‘পবিত্র আশুরা আগামী ৬ জুলাই (১০ মহররম)। ২৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শিয়া সম্প্রদায় এবং কিছু সুন্নি মুসলমান শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন। এই সময়কে কেন্দ্র করে হোসেনি দালান, বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, বিবিকা রওজা, মিরপুর পল্লবীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

ডিএমপি জানায়, আশুরা উপলক্ষ্যে রাজধানীর প্রধান ইমামবাড়াগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো সর্বদা প্রস্তুত থাকবে।

সর্ববৃহৎ তাজিয়া মিছিল ৬ জুলাই সকাল ১০টায় হোসেনি দালানের ১ নম্বর গেট থেকে শুরু হয়ে বকশি বাজার লেন, লালবাগ চৌরাস্তা, শহীদ মাজার রোড, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব, ধানমন্ডি হয়ে ধানমন্ডি লেক সংলগ্ন কারবালায় গিয়ে শেষ হবে।

মিছিল চলাকালীন যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, ‘১০ মহররমের ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই দিনে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রাও রয়েছে। তাই নগরবাসী ও সংশ্লিষ্ট সবাইকে পুলিশি নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।’

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Shera Lather
Link copied!