রাজনৈতিক দলগুলোর ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৭ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানিয়েছেন, নিবন্ধিত দলগুলোকে চিঠির মাধ্যমে বিগত বছরের অর্থনৈতিক বিবরণী জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।
ইসি সচিব আরও বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে।’
রাজনৈতিক দল নিবন্ধনসংক্রান্ত বিধিমালা অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে, নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করতে পারে।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি।