লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং বিপদগ্রস্ত অবস্থায় থাকা ১৬২ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)–এর সহায়তায় তাদের একটি বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা বুধবার (৯ জুলাই) সকালে ঢাকায় পৌঁছাবেন।
মঙ্গলবার (৮ জুলাই) স্থানীয় সময় লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বাংলাদেশের দূতাবাস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টা এবং আইওএম-এর সহযোগিতায় দেশে প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১৪১ জন ছিলেন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে এবং ১৬ জন ছিলেন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে। বাকি ৫ জন অভিবাসী ত্রিপোলিতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা কর্তৃক ভাড়া করা বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (UZ222) মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
বিমানটি বুধবার সকাল ৬টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ দূতাবাস বলছে, লিবিয়ায় আটকে পড়া ও অসহায় অবস্থায় থাকা অভিবাসীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন