পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত থেকে পুশইনকৃতদের সংখ্যা ইতোমধ্যে দুই হাজারে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরমধ্যে ভারতীয় কাউকে পুশইন করা হলে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে।
বুধবার (১৬ জুলাই) জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘ভারতের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে না। কারণ ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ বিষযে অসন্তোশ প্রকাশ করেছেন যে, ‘বাংলা ভাষাভাষী মানুষকে ভারত থেকে ঠেলে দেওয়া হচ্ছে।’ এটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। অবশ্যই ভারতীয় যারা আছেন, তারা ভারতে ফেরত যাবেন। এতে কোনো সন্দেহ নেই।’’
তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে, পুশইন তার পরিপন্থি। আমরা একাধিকবার—সম্প্রতি আবারও তাদেরকে মনে করিয়ে দিয়েছি, ‘তোমাদের সঙ্গে আমাদের একটি মেকানজিম আছে। আমরা দেখব এবং আমাদের লোক হলে অবশ্যই আমরা ফেরত নেবো।’
তিনি জানান, ‘এই অ্যারেঞ্জমেন্টের আওতায় কিছু লোককে আমরা ফেরত নিয়েছি—গত কিছু দিনের মধ্যে। আমরা জোর দিচ্ছি, এটি যেন তারা বজায় রাখে।’
আপনার মতামত লিখুন :