আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে মালয়েশিয়ায গেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৯ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে অংশগ্রহণই উপদেষ্টার সফরের মূল উদ্দেশ্য হলেও কূটনৈতিকভাবে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।
সফরকালে মালয়েশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই বৈঠকে সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩৬ বাংলাদেশির বিষয়টি আলোচনায় আসতে পারে।
উল্লেখ্য, মালয়েশিয়ার পুলিশ গত সপ্তাহে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে, যা দেশীয় গণমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে উপদেষ্টার সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
এছাড়াও আগামী আগস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য মালয়েশিয়া সফর নিয়েও কূটনৈতিক আলোচনা হতে পারে বলে জানা গেছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন