মুক্তিপণের জন্য লিবিয়ায় জিম্মি ও নির্যাতিত আলমগীর হোসেন এবং সিরাজ উদ্দিনকে উদ্ধার করেছে পিবিআই। একইসঙ্গে এ ঘটনায় জড়িত মো. রাসেল হক ও মো. মিন্টু ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এনায়েত হোসেন জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে মো. রাসেল হককে গ্রেপ্তার করে পিবিআই।’
তিনি আরও জানান, ‘দাবিকৃত মুক্তিপণের টাকা লেনদেনের ব্যাংক সূত্র ধরে ব্যাংক হিসাবের মালিক মো. মিন্টু ফরাজীকে গ্রেপ্তার করলে জানা যায়, তার ভাগনী জামাই লিবিয়া প্রবাসী নজরুল ইসলাম তার অ্যাকাউন্টে টাকা পাঠান।’
এ ঘটনায় দুটি মোবাইল, ব্যাংক স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, নির্যাতনের ভিডিও, আইওএম এ অবস্থানকালীন ছবি ও ভিডিও এবং বিএফআইইউর চিঠি সংগ্রহ করেছে পিবিআই।