চীন বাংলাদেশকে পানি ব্যবস্থাপনা, মেডিক্যাল ট্যুরিজমসহ অগ্রাধিকার খাতে সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী এবং অংশীদার হয়ে থাকতে চায়।
বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকটি অনুষ্ঠিত হয় ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে।
বাংলাদেশ হাইকমিশনের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনার ওপর আস্থা প্রকাশ করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান।
চীনের সাম্প্রতিক বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের কথা উল্লেখ করে ওয়াং ই বলেন, চীন টেক্সটাইল, জ্বালানি এবং হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোহিঙ্গা সংকটের তাৎক্ষণিক ও স্থায়ী সমাধানে চীনের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামগুলোতে বাংলাদেশকে সমর্থনের আহ্বান জানান।
বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলামসহ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চীনের পাশাপাশি, একই দিন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গেও পৃথক বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে দুই দেশ বাণিজ্য বৈচিত্র্য, বিনিয়োগ, এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করে।
পররাষ্ট্র উপদেষ্টা ৩২তম এআরএফ মন্ত্রী পর্যায়ের মূল বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বলে জানানো হয়েছে।