জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গঠনের মাধ্যমে একটি জাতীয় সনদ প্রণয়নের চেষ্টা চলছে। এ প্রক্রিয়া ৩০ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, প্রয়োজনে তা একদিন বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত যেতে পারে।
রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের ১২তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিনের আলোচ্য বিষয় ছিল, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
আলী রীয়াজ বলেন, ‘আমরা চাই জুলাই মাসের মধ্যেই একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে। এটি হবে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। চলমান সংলাপ দেখে নাগরিকরাও আশাবাদী, আমরা যেন দ্রুত জাতীয় সনদের দিকে এগিয়ে যাই।’
তিনি অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনারা নিয়মিত আলোচনায় অংশ নিয়ে প্রমাণ করছেন, সংস্কার এবং ভবিষ্যতের পথরেখা তৈরিতে আপনারা আন্তরিক।’
আলোচনার অগ্রগতি সম্পর্কে আলী রীয়াজ জানান, ‘আমরা চাই ৩০ জুলাইয়ের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হোক। বিলম্ব হলে নির্বাচনি প্রক্রিয়ায় দলগুলোর অংশগ্রহণ ও সাংগঠনিক প্রস্তুতি বাধাগ্রস্ত হবে, যা আমরা কেউই চাই না।’
তিনি আরও বলেন, ‘বেশকিছু মৌলিক বিষয়ে আমরা ইতোমধ্যেই একমত হয়েছি। কিছু বিষয়ে আমরা কাছাকাছি অবস্থানে আছি। আজকের আলোচ্য বিষয় প্রধান বিচারপতির নিয়োগ এবং জরুরি অবস্থা ঘোষণা। এই দুটি ইস্যুতে আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন