রাজধানীর মিটফোর্ড এলাকায় পাথর দিয়ে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) দিনের বেলায় প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী ও শিক্ষার্থীরা প্রতিবাদে সরব হন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিচার দাবি করে রাজপথে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক আন্দোলনকারী ও রাজনৈতিক সংগঠন। এ সময় হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে দলটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেওয়া হয়। এমনকি তারেক রহমানের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
এই প্রেক্ষাপটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়।
এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক অ্যাকাউন্টে একটি প্রতিক্রিয়া জানান।
প্রতিক্রিয়া তিনি জানান, শনিবার (১২ জুলাই) ‘ব্যতিক্রমী সেক্টর কমান্ডার’ শিরোনামে শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নিজের পুরোনো একটি লেখা পুনরায় শেয়ার করে তিনি লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব। আওয়ামী লীগ আমলে যখনই তাকে ছোট করার চেষ্টা হতো, আমি এই লেখাটা ফেসবুকে দিতাম।
তিনি আরও লিখেন, আওয়ামী লীগ বিদায় হয়েছে। কখনো ভাবিনি এরপরও আমাকে এই লেখাটা দিতে হবে আবার।
ড. আসিফ নজরুলের এই মন্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে, বিশেষত এমন একটি সময়ে যখন রাজনৈতিক উত্তেজনা ও দোষারোপের পালা তীব্র আকার ধারণ করেছে।
আপনার মতামত লিখুন :