ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ কর্মসূচির শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৬:০৯ পিএম
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হয়েছে। ছবি- সংগৃহীত

রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’-এর কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল আটটার দিকে তার কবর জিয়ারত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা আবু সাঈদ হত্যার বিচার দাবি করেন।

২০২৪ সালের ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাঈদ। তাকে বলা হয় চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ। এক বছর আগে তার মৃত্যুতে বাবনপুর গ্রামের প্রতিটি ঘরে শোকের ছায়া নেমে আসে। দিনটি স্মরণে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। দিবসটি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার জন্ম ২০০১ সালে। মকবুল হোসেন ও মনোয়ারা বেগম দম্পতির ছয় ছেলে আর তিন মেয়ের মধ্যে সাঈদ ছিলেন সবার ছোট।