ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৪:৩৭ পিএম
নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় নওগাঁ সরকারি কলেজের সামনের গেটে কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফের সভাপতিত্বে জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, শিক্ষার্থী শামিম আহমেদ, নাবিলা বর্ষা, সাগর, আজমাইল, শুভ, লিটন ও অন্তর হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন অনার্স দ্বিতীয় বর্ষের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এ কলেজের বেশিরভাগ শিক্ষার্থী অস্বচ্ছল পরিবারের। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে গত বছরের তুলনায় এ বছর সব মিলিয়ে ৮০০ থেকে এক হাজার টাকা ফি বৃদ্ধি করা হয়েছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছেন। হঠাৎ করে ফি বৃদ্ধি করা সম্পূর্ণ অযৌক্তিক।

৯ দফা দাবির মধ্যে রয়েছে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিল-আপের ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার, শিক্ষার্থীবান্ধব ও আর্থিকভাবে সহনশীল ফি নির্ধারণ, ভবিষ্যতে এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পুনর্মূল্যায়ন ফি ১০০ টাকার বেশি না, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা বা অনুদান প্রদান, ৬০% উপস্থিতি নিশ্চিত করতে হলে পর্যাপ্ত যানবাহন, পর্যাপ্ত শিক্ষক এবং ক্লাসরুমের ব্যবস্থা করা এবং পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়নের ব্যবস্থা করা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হকে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।