নুরের ওপর হামলাটি পূর্বপরিকল্পিতভাবে চালানো হয়েছে বলেন মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩১ আগস্ট) বেলা ২টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, নুরের ওপর হামলাটি পূর্বপরিকল্পিতভাবে চালানো হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর নুরুল হক নুরের ওপর এই বীভৎস আক্রমণ ও পৈশাচিক হামলা একেবারে পরিকল্পিতভাবে হয়েছে। তাকে মেরে ফেলার উদ্দেশ্যেই টার্গেট করা হয়েছিল। যেভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে, সামান্য এদিক-সেদিক হলে তার মৃত্যু অনিবার্য হয়ে যেত।
রিজভী বলেন, কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, নুরুল হক নুর এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কয়েক ঘণ্টা পর অবস্থার উন্নতি হলে কেবিনে বা অন্যত্র স্থানান্তর করা হতে পারে।
এর আগে শনিবার রাতে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন নিন্দা জানায় এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি তোলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।