ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মকর্মসংস্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ সহায়তা করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বুধবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানান তিনি।
‘জুলাই শহীদ দিবস’ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ঐ সেমিনার আয়োজিত হয়। সেমিনারের শুরুতে জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তার আগে আইসিটি টাওয়ারের নিচতলায় নবনির্মিত জুলাই কর্নারের উদ্ধোধন করেন ফয়েজ তৈয়্যব।
সেমিনারে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আজ আমাদের জন্য একটি দুঃখের দিন। যে তরুণরা তাদের জীবন দিয়ে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং নতুন দায়িত্ব দিয়েছেন আমরা কতটা শ্রদ্ধাশীল থেকে সেই দায়িত্ব পালন করেছি, আজ তা বুঝে নেওয়ার দিন। যে কাজগুলো শুরু করেছি অনেক ক্ষেত্রেই গত এক বছরে আমরা সফল হইনি, আগামী দিনে কীভাবে সফল হতে পারি সে পরিকল্পনা করতে হবে। প্রতিদিন যখন বাসায় ফিরি, মনে হয়, অনেক কাজ বাকি। ছাত্রদের সামনে দাঁড়াতে পারি না, লজ্জা লাগে।
তিনি আরও বলেন, আইসিটি থেকে তাদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি, এই বিষয়টি আমাকে তাড়িত করে। আগামী মাসগুলোতে আমরা চেষ্টা করব জুলাইয়ের আহতদের আইসিটি স্কিল দিয়ে তাদেরকে একটা ভবিষ্যৎ সম্ভাবনাময় জীবনের নিশ্চয়তা দিতে। একই সাথে নাগরিক সেবা নামে একটা প্ল্যাটফর্ম চালু করেছি, এর মাধ্যমে ডিজিটাল ট্রান্সফরমেশনে মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান করার প্রক্রিয়া শুরু করেছি।
সভাপতির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘বাঙালি মরতে জানে, কিন্তু হারতে জানে না। জুলাই আন্দোলনে দু’হাজারেরও বেশি মানুষকে হারিয়ে জগদ্দল পাথর সরিয়েছি। ৫ আগস্টের পর আমাদের অগ্রগতি কম নয়। ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে বিভাজনের জন্য চক্রান্ত চলছে, গত পনেরো বছর অবৈধভাবে অর্জিত টাকা এ চক্রান্ত সফল করতে ব্যয় করা হচ্ছে। কিন্তু আমরা তা সফল হতে দেবো না।’
জুলাই যোদ্ধা এবং ছাত্র প্রতিনিধি আবু বকর সিদ্দীক বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়েছে। তিনি বিচার এবং যথাযথ সংস্কারের পর নির্বাচন আয়োজনের জন্য অর্ন্তবর্তী সরকারকে অনুরোধ করেন।
সেমিনারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোঃ মেহেদী হাসানসহ আইসিটি বিভাগের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আন্দোলনে আহত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :