কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে অভিযান চালিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাজ্জাদুর রহমান গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি দমন টিমের টিম লিডার হিসেবে দায়িত্ব পালনকালে গত ৭ ফেব্রুয়ারি নড়াইল জেলার ভাওয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি মো. আলিমুজ্জামান সৈকত নামের এক আসামিকে গ্রেপ্তার করে তার বাসা তল্লাশি করে পাওয়া ২৭ লাখ টাকা নিজ হেফাজতে রাখেন।
পরে আসামিকে ছেড়ে দেন এবং উদ্ধার করা টাকার পুরোটাই জমা দেননি। জিজ্ঞাসাবাদে তিনি কেবল ২২ লাখ টাকার কথা স্বীকার করেন। অভিযানে প্রযুক্তিগত আলামত (পিসি, ল্যাপটপ) জব্দ করলেও কোনো তালিকা তৈরি করা হয়নি। এ ছাড়া আসামিকে আটকের ঘটনা ও অর্থ জব্দের বিষয়টি গোপন রাখা হয়।
সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসামির সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন এবং তদন্তে মিথ্যা তথ্য দেন। নিজেকে নির্দোষ প্রমাণেরও অপচেষ্টা করেন। এসব আচরণ সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে বিবেচিত হয়েছে।
এ কারণে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) ও ১২(১) উপবিধির আওতায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
বর্তমানে সাজ্জাদুর রহমান ডিএমপির সদরদপ্তরের রমনা বিভাগে সংযুক্ত রয়েছেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন