রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৩ জুলাই) সকাল থেকে এ অভিযান শুরু হয় বলে জানান র্যাব-২ এর সিনিয়র এএসপি আসিফ।
তিনি জানান, রাজধানীর শেরেবাংলানগর থানার আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী মোবাইল কোর্ট অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত বছরের ১৮ আগস্ট মনসুর আহম্মেদ নামের একজন দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত বছরের ১ এপ্রিল আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালালবিরোধী অভিযান পরিচালনা করে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
তার আগে, গত বছরের ২৫ জানুয়ারি দালালদের সঙ্গে আনসার সদস্যদের যোগসাজশ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তিন আনসারকে প্রত্যাহার করে আগারগাঁও পাসপোর্ট অফিস।