উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিস্ফোরণের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ক্রিটিকাল ৮, সিভিআর ১৩ ও ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে রয়েছে ২৩ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে মোট ভর্তি রয়েছেন ৪৪ জন।
বুধবার (২৩ জুলাই) বিকেলের দিকে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
তিনি জানান, বোর্ড মিটিং করে বৈঠকের মাধ্যমে আহতদের নতুন করে ক্যাটাগরি করা হয়েছে। স্বাস্থ্য সেবার লক্ষ্যে ১২ ঘণ্টা পর পর সিনিয়র ডাক্তাররা বসবেন।
ডা. নাসির উদ্দিন আরও জানান, সিংগাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ ও পরামর্শ দেবেন। প্রয়োজনে তারা সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশও নিতে পারেন। আমাদের চিকিৎসার সঙ্গে তারা একমত তবে, কিছু কিছু ক্ষেত্রে তারা পরামর্শ দেবেন।
তারা কতদিন থাকবেন সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি, যতদিন চান যুক্ত থাকতে পারেন বলে জানান তিনি।
এদিকে, আমেরিকা, চায়না ভারতসহ বিভিন্ন দেশ আহতদের চিকিৎসা ক্ষেত্রে সহায়তা দিতে চাচ্ছে। চিকিৎসার প্রয়োজনে সকল পরামর্শ গ্রহণ করা হবে বলে জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক।
আপনার মতামত লিখুন :