রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আয়মান (১০) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর আরেক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।
শুক্রবার (২৫ জুলাই) সকালে রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান।
তিনি বলেন, আজ সকাল ৯ টা ৩২ মিনিটের দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশু আইমানের মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।