চট্টগ্রাম কারাগারে ভিআইপি ওয়ার্ডসহ বিভিন্ন অংশ পরিদর্শনের একটি ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হওয়ায় ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (২৫ জুলাই) তিনি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, সফরটি ছিল সম্পূর্ণ সরকারি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে আয়োজিত।
ড. খালিদ হোসেন বলেন, ‘এই পরিদর্শন কোনো গোপনীয় বা ব্যক্তিগত সফর ছিল না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ– আইজি প্রিজন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সবাইকে অফিসিয়ালি অবহিত করা হয়েছিল।’
তিনি জানান, ‘সফরের মূল উদ্দেশ্য ছিল কারাগারে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ধর্মীয় বইপুস্তক সরবরাহ এবং বন্দিদের জন্য নামাজের স্থান নির্ধারণ। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বন্দিদের মাঝে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়।’
ধর্ম উপদেষ্টা আরও লেখেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রায় ৭০ হাজার বন্দিকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আওতায় আনা, যা একটি মানবিক এবং সমাজ সংস্কারমূলক উদ্যোগ।’
তিনি আরও লেখেন, ‘পরিদর্শনকালে রান্নাঘর, হাসপাতাল, নারী-পুরুষ ও শিশু ওয়ার্ড, দুপুরের খাবার সরবরাহ ব্যবস্থা, ফাঁসির মঞ্চ ও ভিআইপি ওয়ার্ড ঘুরে দেখেন। তবে ভিআইপি ওয়ার্ডে তার অবস্থান ছিল মাত্র দুই-তিন মিনিট এবং সেই সময় কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।’
ছবি তোলা প্রসঙ্গে তিনি লেখেন, ‘আমার সঙ্গে কোনো ক্যামেরা ছিল না। তবে কারা কর্তৃপক্ষের এক কর্মকর্তা কিছু ছবি তুলেছিলেন, যা পরবর্তীতে অনুমতি ছাড়া বাইরে ছড়িয়ে দেওয়া হয়েছে।’ তিনি এ ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা’ বলে উল্লেখ করেন এবং জানান, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবৃতিতে ড. খালিদ হোসেন বলেন, ‘একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ অপপ্রচার সরকার ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা। তবে তারা সফল হবে না। আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘আমি বিনম্রভাবে বলতে চাই, এসব অপপ্রচার দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আমাদের প্রতিটি উদ্যোগের পেছনে রয়েছে সত্য, ন্যায় ও দেশপ্রেম। বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্র কখনো সফল হবে না’

 
                            -20250725173104.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন