খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়ি এলাকায় দুই পাহাড়ি সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফ-এর সশস্ত্র শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’-এর কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএস (সন্তু) দলের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় শুরু হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, সংঘর্ষে ইউপিডিএফ-এর চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, ‘জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়েছি। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে বিরোধ চলে আসছে। মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছে, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

 
                            -20250726131901.jpg) 
                                    -20250726105610.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন