ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত হচ্ছে বিভাগীয় পেশাজীবী মহাসমাবেশ ও আলোচনা সভা। ‘আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের আন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম শাখা।
আগামী শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী বলেন, পেশাজীবীদের অংশগ্রহণে এই মহাসমাবেশ হবে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে এক শক্তিশালী উচ্চারণ। তারা সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।