ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ক্যাম্প ন্যুতে ফিরতে মুখিয়ে বার্সা, মেসিকে ঘিরে বিশেষ পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:০৬ পিএম
লিওনেল মেসি ও ক্যাম্প ন্যু । ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহাসিক স্টেডিয়াম ক্যাম্প ন্যু–এর পুনর্নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। ২০২৩ সালের জুনে শুরু হওয়া এই প্রকল্পে মূল লক্ষ্য ছিল আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এক বিশ্বমানের স্টেডিয়াম তৈরি করা। যা ফুটবল ক্লাব বার্সেলোনার গৌরবময় ইতিহাসকে আরও উজ্জ্বল করবে।

প্রথমে লক্ষ্য ছিল ২০২৫ সালের ১০ আগস্ট, ঐতিহ্যবাহী জোয়ান গাম্পার ট্রফি দিয়ে নবনির্মিত ক্যাম্প ন্যুর উদ্বোধন। তবে সময়মতো কাজ শেষ না হওয়ায় ওই পরিকল্পনা পিছিয়ে যায়।

এমনকি সেপ্টেম্বর মাসে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে উদ্বোধনের প্রস্তাবও বাতিল করতে হয়েছে ক্লাবকে।

স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা জানান, আমরা এই মৌসুমেই ক্যাম্প ন্যুতে ফিরতে চাই। সিটি কাউন্সিলের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা করি এবং তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছি।

তিনি বলেন, ক্যাম্প ন্যু শুধু একটি স্টেডিয়াম নয়, এটি বার্সেলোনা শহরের পরিচয় ও আমাদের ক্লাবের হৃদয়। নির্মাণ কোম্পানি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি যেন যত দ্রুত সম্ভব মাঠে ফেরা যায়।

অর্থনৈতিক চিন্তার বিষয়

প্রেসিডেন্ট জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ভিআইপি বক্স ব্যবহার করে রাজস্ব আহরণের পরিকল্পনা রয়েছে ক্লাবের। তাই কোনো ধরনের বিলম্ব ক্লাবের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

লাপোর্তা বলেন, ফিরতে না পারার কোনো বিকল্প চিন্তা করছি না।

মেসিকে ঘিরে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি

নতুন ক্যাম্প ন্যুর উদ্বোধনী আয়োজনে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তি লিওনেল মেসিকে ঘিরে একটি বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠানের পরিকল্পনার কথাও জানিয়েছেন লাপোর্তা।

তিনি বলেন, মেসি ও তার পরিবারের সঙ্গে আমরা ইতোমধ্যে কথা বলেছি। সবাই অত্যন্ত আগ্রহী ও আবেগাপ্লুত। নতুন ক্যাম্প ন্যু শুরু হবে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে– এটি সত্যিই বিশেষ হবে।

চ্যাম্পিয়নস লিগ ও গাম্পার ট্রফি নিয়েও ভাবনা

আগামী সেপ্টেম্বর ১৬-১৮ তারিখের মধ্যে নির্ধারিত চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি যেন অ্যাওয়ে ভেন্যুতে খেলা যায়, সে ব্যাপারে অনুরোধ করেছে বার্সেলোনা।

যাতে ঘরের মাঠ প্রস্তুত করার জন্য আরও কিছু সময় পাওয়া যায়।

এদিকে, এবার জোয়ান গাম্পার ট্রফি ম্যাচটি আয়োজন করা হচ্ছে বার্সার যুব দলের হোম গ্রাউন্ড জোহান ক্রুইফ স্টেডিয়ামে।

যদিও ক্লাব আংশিকভাবে ক্যাম্প ন্যু খুলে ৩০ হাজার দর্শক নিয়ে খেলা আয়োজনের প্রস্তাব দিয়েছিল, তবে সিটি কাউন্সিল সেটি অনুমোদন করেনি স্টেডিয়ামের নিরাপত্তাজনিত কারণে।

নতুন পালাউ ব্লাউগ্রানার নকশা আসছে ২০২৬-এ

লাপোর্তা জানান, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে আধুনিক পালাউ ব্লাউগ্রানা (বার্সার বাস্কেটবল ও ইনডোর অ্যারেনা)–এর নতুন নকশা উন্মোচন করা হবে।

এটি এমনভাবে নির্মিত হবে যাতে ভবিষ্যতে ইউরোপে এনবিএ এক্সপানশন ঘটলেও, সেটিকে মানিয়ে নেওয়া যায়।

মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে এ বিষয়ে ক্লাবের আলোচনা চলছে, তবে স্টেডিয়ামের মালিকানা থাকবে সম্পূর্ণভাবে ক্লাবের হাতে।