রাষ্ট্রীয় প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে, আর মানুষের মানসিকতা অপরিবর্তিত থাকায় এখন মাথায় হাত বুলিয়ে ও ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশে স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।
শনিবার (২৬ জুলাই) ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করা হয় অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ উপলক্ষে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ভালো প্রতিষ্ঠান এখন আর নেই বললেই চলে। আইনের ব্যত্যয় ঘটছে। রাষ্ট্রের প্রক্রিয়াগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু মানুষগুলো রয়ে গেছে আগের মতোই তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তাই এখন তাদের মাথায় হাত বুলিয়ে, আবার কখনো ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।
তিনি আরও বলেন, সুশাসন নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ। প্রধানমন্ত্রীর কিংবা সংসদ সদস্যদের কার্যক্রমে এখন কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার প্রয়োজন। এসব না হলে কাগুজে সংস্কার কোনো কাজে আসবে না।
রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সবাইকে খুশি করা সম্ভব নয়, তবে অন্তত একটি রাজনৈতিক সরকার দ্রুত দায়িত্ব নিক যারা নতুন করে দিকনির্দেশনা দিতে পারবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইটির লেখক ড. হোসেন জিল্লুর রহমানও। তিনি বলেন, দেবতুল্য ক্ষমতার একমাত্রিককরণই স্বৈরতন্ত্রের জন্ম দেয়। ক্ষমতার এই কলুষিত মডেলকে বিতাড়িত করতে হবে।
অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বলেন, স্বাধীনতার পর যে রাষ্ট্র জনগণের হাতে আসার কথা ছিল, বাস্তবে তা হয়নি। এটি একটি তাঁবেদারি রাষ্ট্রে পরিণত হয়েছে এবং শেখ হাসিনার সময়কালে তা আরও পোক্ত হয়েছে।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, দুর্বল শাসনব্যবস্থা এবং কুক্ষিগত ক্ষমতার কারণে রাষ্ট্রীয় অর্থের অপচয় বেড়েছে।
গবেষক ও লেখক আলতাফ পারভেজ বলেন, সংস্কার কার্যকর হচ্ছে না, কারণ আমরা সমস্যার গোড়ায় যাচ্ছি না। স্বাধীনতার পর থেকে আমরা এক ধরনের স্বৈরতন্ত্রের মধ্যেই বসবাস করছি।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন