ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বিমান বিধ্বস্ত: দগ্ধ রোগীদের জন্য চীনা চিকিৎসক দলের সহায়তা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৫:৪০ পিএম
উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় বাংলাদেশকে পূর্ণ সহায়তা দিচ্ছে সফররত চীনা চিকিৎসক দল। ছবি- সংগৃহীত

মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় বাংলাদেশকে পূর্ণ সহায়তা দিচ্ছে সফররত সফররত চীনা চিকিৎসক দল।

উহান থার্ড হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত দলটি শনিবারও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি চিকিৎসা কার্যক্রমেও তারা সরাসরি সহযোগিতা করছেন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চীনের পেশাদার চিকিৎসকরা ক্ষতস্থানের সংক্রমণ প্রতিরোধ এবং পোড়া ও ট্রমাজনিত রোগীদের নিয়মিত যত্নে উন্নত পদ্ধতি সম্পর্কে স্থানীয় চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন।

পাশাপাশি তারা আহতদের অবস্থা পর্যবেক্ষণ, ক্ষত পরিষ্কার, ড্রেসিং পরিবর্তন এবং আর্টেরিয়াল পাঙ্কচার প্রক্রিয়ায় সহযোগিতা করছেন।

এ ছাড়াও দলটি রোগীদের সেবা প্রদানের সময় অস্ত্রোপচার সংক্রান্ত পরামর্শ ও বিশেষজ্ঞ সহায়তা দিয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতার নিদর্শন হিসেবে চীনা চিকিৎসক দলটি আহতদের চিকিৎসায় যুক্ত সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গেও পরামর্শ সভা করেছে।

‘বাংলাদেশের আহতদের চিকিৎসায় চীন সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত,’ বলেও বিবৃতিতে উল্লেখ করেছে চীনা দূতাবাস।