দীর্ঘ ১৬ বছর ধরে সরকারি জমি দখলে রেখে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা।
এই ঘটনায় ইলিয়াস মোল্লাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাকে। এছাড়া অভিযুক্ত অন্য তিনজন হলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা বিভাগ-১-এর সাবেক নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, বর্তমান সদস্য (প্রকৌশল ও সমন্বয় বিভাগ) কাজী মো. আবু হানিফ এবং বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারিজুর রহমান।
অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে মিরপুরের ঝিলপাড় এলাকার সাত একর সরকারি জমি দখলে রাখতে সহায়তা করেছেন। এ জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা থেকে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করে ইলিয়াস মোল্লা প্রায় ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেন।
এছাড়া অন্য তিনজন সরকারি কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে ইলিয়াস মোল্লাকে সুবিধা দেন এবং তাকে শাস্তির হাত থেকে রক্ষা করতে নানা কার্যক্রম পরিচালনা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ২১৭ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :