টানা ১৫ বছরের শাসনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় এক বছর পার করলেও রাজনৈতিক ময়দানে প্রকাশ্যে ফিরতে পারেনি আওয়ামী লীগ। তবে অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা দেশ-বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আশঙ্কা করা হচ্ছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়ে দলটির একটি অংশ অনলাইন ও অফলাইনে সংগঠিত হয়ে হামলা ও নৈরাজ্যের পরিকল্পনা করছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) এই সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে রোববার (২৮ জুলাই) একটি সতর্ক বার্তা জারি করেছে, যা দেশের সব জেলা পুলিশ, মহানগর পুলিশ ও গোয়েন্দা ইউনিটে পাঠানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক জোট ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো কর্মসূচি পালন করছে। এই সুযোগে বিতর্কিত ও নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী ‘সাম্প্রতিক উত্তেজনাকে উসকে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে’ পারে বলেও সতর্ক করা হয়েছে।
সতর্কতা অনুযায়ী, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি, মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ যানবাহনে তল্লাশি, বাস-লঞ্চ-রেল স্টেশন ও বিমানবন্দরের আশপাশে নজরদারি, মোবাইল পেট্রোল বৃদ্ধি এবং সাইবার গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের দাবি, আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা কিছু যুব ও ছাত্রসংগঠনের সদস্যরা ‘ভার্চুয়াল স্কোয়াড’ নামে ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবে সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক উত্তেজনা ছড়ানোর কাজ করছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। সরকার কঠোর অবস্থানে আছে এবং দেশের ভেতর ও বাইরে যারা এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, এই সময়ের মধ্যে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ভার্চুয়াল কার্যক্রম শনাক্ত এবং গোপন বৈঠক প্রতিরোধে তথ্য সংগ্রহের কাজ চলছে। আওয়ামী লীগের ছায়াতলে থাকা এসব ‘ভার্চুয়াল অপারেশন’ বন্ধে একাধিক সাইবার গোয়েন্দা ইউনিট একযোগে কাজ করছে বলেও জানা গেছে।
এ বিষয়ে নতুন কোনো সন্ত্রাস বা অস্থিরতার আশঙ্কা থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

 
                             
                                    
-20250728042122.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন