শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের বাবা-মা এবং শিক্ষকদের ফুল কিনে কৃতজ্ঞতা জানানোর পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে ২০২২ ও ২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘পরীক্ষায় সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।’
ড. আবরার আরও বলেন, ‘ছাত্র-ছাত্রীরা রাষ্ট্রের বড় অংশীদার হলেও তাদের দাবি পেশের ক্ষেত্রে ন্যায়সংগত ও যুক্তিসংগত হতে হবে। দেশের সীমিত সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করে সমস্যা সমাধান করতে হবে এবং নাগরিকদেরও এ প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘অভিভাবকরা দেশের কিছু ভালো স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করানোর জন্য কঠোর প্রতিযোগিতা করেন। তাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে মানসম্মত করে গড়ে তোলা প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা আকর্ষণীয় পরিবেশে মানসম্পন্ন শিক্ষা পাবেন।’
ড. আবরার বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাব ও ইভেন্ট থাকবে, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে সাহায্য করবে। পাশাপাশি সমাজের প্রান্তিক ও বিভিন্ন নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা থাকবে, যাতে তারা বাধাহীন শিক্ষাগ্রহণ করতে পারে।’
তিনি উল্লেখ করেন, ‘আমাদের দেশে কারিগরি শিক্ষায় ভর্তি কম হওয়া একটি বড় চ্যালেঞ্জ। অথচ কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই এ খাতে মনোযোগী হওয়া প্রয়োজন।’
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম খবিরুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে থাকা মো. মজিবর রহমান।
আপনার মতামত লিখুন :