নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আলোচনায় আসা সেনাবাহিনীর এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সেনাসদর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেজর সাদিক নামে একজন কর্মকর্তার বিষয়ে আমাদের নজরে এসেছে যে তিনি একটি রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তদন্ত চলাকালীন অবস্থায় বিস্তারিত কিছু বলা সমীচীন হবে না।’
পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, ‘ইউপিডিএফ ও জেএসএসসহ বিভিন্ন গোষ্ঠী পার্বত্য এলাকায় আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে প্রায়ই সংঘাতে জড়ায়। এসব পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সক্রিয় রয়েছে।’
তিনি আরও জানান, কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সশস্ত্র সংগঠনটি আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে বলে তথ্য রয়েছে।
তিনি বলেন, ‘দুই পক্ষের জাতিগত ও ভৌগোলিক ঘনিষ্ঠতা থাকায় তাদের মধ্যে যোগাযোগ অস্বাভাবিক নয়। তবে কেএনএফ এখনো পার্বত্য চট্টগ্রামে কোনো বড় ধরনের আধিপত্য বিস্তার করতে পারেনি।’
আপনার মতামত লিখুন :