বর্তমান অন্তর্বর্তী সরকার আহত আরও ১৫৫৮ জুলাই যোদ্ধার নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে।
গেজেটে গুরুতর আহত ‘খ’ শ্রেণির তালিকায় রয়েছে ২১০ জন। আর আহত ‘গ’ শ্রেণির রয়েছে ঢাকা বিভাগের ৪০৫ জন, রাজশাহী বিভাগের ২৩৬ জন, খুলনা বিভাগের ১৬৬ জন, সিলেট বিভাগের ৮৮ জন, বরিশাল বিভাগের ১৬৬ জন, ময়মনসিংহ বিভাগের ১১১ জন এবং চট্টগ্রাম বিভাগের ২২৬ জন। ২৩ জুলাই ও পরের দিন ২৪ জুলাই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই তালিকার গেজেট প্রকাশ করা হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এইসব তালিকা প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০,২০২৫) এর ৭(খ) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (এলোকেশন অব বিজনেস) এর ক্রমিক নং ২৩ এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ “জুলাই যোদ্ধা” গেজেট সরকার প্রকাশ করিল।
আপনার মতামত লিখুন :