রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই-আগস্টে নিহত অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর ডিএনএ পরীক্ষার জন্য উত্তোলনের কথা থাকলেও সোমবার (৪ আগস্ট) কার্যক্রমটি স্থগিত করা হয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, অনিবার্য কারণবশত আজ লাশ উত্তোলন ও ডিএনএ প্রোফাইল সংরক্ষণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরে কর্তৃপক্ষ সময় জানালে তা সবাইকে অবগত করা হবে।
এর আগে সোমবার বিকেল ৩টায় মরদেহ তোলার প্রস্তুতি থাকলেও হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে তা বন্ধ রাখা হয়।
পুলিশ জানিয়েছে, আদালতের অনুমতি সাপেক্ষে রায়েরবাজার গণকবরে দাফন করা অজ্ঞাতপরিচয় মরদেহগুলো উত্তোলন করা হবে। পরে ডিএনএ প্রোফাইল সংরক্ষণের মাধ্যমে পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে।
গত ২ আগস্ট গণকবর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে ১০০ জনের বেশি দাফন করা হয়েছে, যাদের অনেককেই শনাক্ত করা যায়নি। এখন অনেক আত্মীয়-স্বজন মরদেহ উত্তোলনে সম্মত হয়েছেন। তাঁদের রাজি থাকলে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের পাশাপাশি কেউ মরদেহ গ্রামের বাড়িতে নিতে চাইলে, সেটিও অনুমোদন দেওয়া হবে।
তিনি আরও জানান, রায়েরবাজার কবরস্থানে বর্তমানে মোট ১১৪টি কবর রয়েছে। মরদেহগুলোর এখনও পোস্টমর্টেম ও ডিএনএ পরীক্ষা হয়নি। তবে ডিএনএ পরীক্ষার অংশ হিসেবে পোস্টমর্টেম প্রক্রিয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।