ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

ঘোষণাপত্র পাঠকালে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন যারা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৬:৪০ পিএম
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়  আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র পাঠ শুরু করেন তিনি। 

ঘোষণাপত্রটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল দলিল হিসেবে বিবেচিত, যা দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মতামতের ভিত্তিতে তৈরি করেছে অন্তর্বর্তী সরকার।

ঘোষণাপত্র পাঠকালে ড. ইউনূসের পাশে বিভিন্ন রাজনৈতিক জোট ও নাগরিক সমাজের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন-

  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
  • গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
  • এবি পার্টির আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জু
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)
  • গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

এছাড়া আরও অনেক দল ও সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থল মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু হয়।