ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রস্তুত করা হয়েছে ‘ডিজিটাল কোর্ট রুম’। এখন থেকে ভিডিও কলের মাধ্যমে কারাগারে বসেই মামলার শুনানিতে অংশ নেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ মামলার আসামিদের আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি অবসানে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জঙ্গি, সন্ত্রাসবাদ ও দুর্নীতির অভিযোগে করা গুরুত্বপূর্ণ মামলার আসামিদের শুনানির জন্য এখন আদালতে হাজির হতে হবে না।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এক অফিস আদেশে ২৮ নম্বর আদালতের এজলাস কক্ষটি ‘ডিজিটাল কোর্ট রুম’ হিসেবে প্রস্তুতের কথা জানিয়েছেন।
আদেশে বলা হয়, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অনেক চাঞ্চল্যকর মামলাসহ জনগুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন। এসব মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ও কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অনেক আসামিকে বিভিন্ন বাহনে আনা-নেওয়া করা হয়। আসামিদের মধ্যে জঙ্গিসহ ভয়ঙ্কর সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগে, দুর্নীতির অভিযোগের অনেক আসামি রয়েছে, যাদের আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে প্রায়ই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। তা ছাড়া আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় আদালত প্রাঙ্গণে তার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে।
“এ ধরনের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়।…এ পরিস্থিতির অবসানে অডিও ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ, মামলার শুনানিসংক্রান্ত প্র্যাকটিসের নির্দেশনা রয়েছে। সেটি অনুসরণ করে পরিস্থিতির উন্নয়নে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির ২৮ নম্বর আদালতের এজলাস কক্ষটি ‘ডিজিটাল কোর্ট রুম’ হিসেবে প্রস্তুত করা হয়েছে।”
আদেশে আরও বলা হয়, জঙ্গিসহ ভয়ঙ্কর সন্ত্রাসী, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং দুর্নীতির অভিযোগের মামলার আসামিদের শুনানি ২৮ নম্বর আদালতে জুম প্লাটফর্ম ব্যবহার করে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে কারা কর্তৃপক্ষসহ অন্য সবাইকে সহায়তার জন্য আদেশে বলা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :