যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী একটি ফ্লাইট। বিমানে থাকা ১৪৬ জন যাত্রী অক্ষত আছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে উড্ডয়ন করে বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটটি।
উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ মডেলের (রেজিস্ট্রেশন: এস২-এএফএল), যার ধারণক্ষমতা ১৭০ জন যাত্রী।
উড্ডয়নের কিছু সময় পরই পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন অনুভব করেন। তখন বিমানটি মিয়ানমারের আকাশসীমায় অবস্থান করছিল। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পাইলট ফ্লাইটটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। বেলা ১টা ২১ মিনিটে উড়োজাহাজটি সফলভাবে ঢাকায় জরুরি অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ‘ফ্লাইটটি এক ঘণ্টারও বেশি সময় আকাশে ছিল। ইঞ্জিনসংক্রান্ত সমস্যা ধরা পড়ায় পাইলট দ্রুত ফিরে আসেন। প্রকৌশল বিভাগ বিষয়টি তদন্ত করছে।
ফেরত আসা যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। সন্ধ্যা ৬টা ২ মিনিটে একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে তাদের ব্যাংকক পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে, গত ২৮ জুলাই দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটও একই ধরনের যান্ত্রিক সমস্যার কারণে ঢাকায় ফিরে এসেছিল। সেবারও বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজটি এক ঘণ্টা আকাশে ওড়ে এবং বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় অবতরণ করে।