স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।
রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা জানান, হারানো অস্ত্র উদ্ধার করতে সরকার একটি পুরস্কারের ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, আমরা আলোচনা করে খুব দ্রুত মিডিয়ার মাধ্যমে জানাব, যারা হারানো অস্ত্রের সন্ধান দেবে, তাদের কত টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতারা অবশ্যই পুরস্কৃত হবেন।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে পড়েছি, এখন ধৈর্য কমে গেছে। আগে সমাজে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে মানুষ তা প্রতিহত করত, কিন্তু আজকাল সবাই ভিডিও করে দেখে। এটি আমাদের ইমানী দায়িত্ব অপরাধ প্রতিহত করা, কিন্তু সমাজে কেউ এগুলো করছে না।
তিনি আরও বলেন, গাজীপুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে যারা জড়িত তাদের অধিকাংশকে আইনের আওতায় আনা হয়েছে। তবে যিনি মারা গেছেন, তার ক্ষতিপূরণ আর সম্ভব নয়। আমরা যদি ধৈর্যশীল হই, তবে এ ধরনের ঘটনা কমবে।
উপদেষ্টা বলেন, এই ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু জনগণেরও এ ধরনের ঘটনা প্রতিহত করার দায়িত্ব রয়েছে।
তিনি শেরপুরের ঘটনার উদাহরণ দিয়ে বলেন, যে ভিডিও করছে, তার নিজ ঠাকুরদা মারাও হয়েছে, তবুও সে ভিডিও করছে আয়ের জন্য। এটা আমাদের সমাজের বড় অবক্ষয়ের পরিচায়ক। ইউটিউবে ভিডিও করে সে প্রচারও পাচ্ছে। যদি ওই সময় নাতি চিৎকার করত, হয়তো কেউ সাহায্য করত।
১১শ’ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, এসব দেশি অস্ত্র যারা বানায়, তাদের আরও সতর্ক হতে হবে। আমরা তাদের আইনের আওতায় এনে দায়িত্ব নিচ্ছি। তারা জানে এসব অস্ত্র কারা ব্যবহার করছে।