সচিবালয়ে সরকারি কর্মচারীদের মধ্যে নিয়ম-আদেশ ভঙ্গ করে অন্যায় ও ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১০ আগস্ট) সাভারের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাকিল হোসেনের নামে একটি চত্বর ও শহীদ আবির আশরাফুল্লাহর নামে একটি লাইব্রেরি উদ্বোধন করেন।
সঞ্চালিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যারা সরকারি বিধি ভঙ্গ করে অন্যায় করেছে এবং দেশের গণতন্ত্রকে দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। অনেক অফিসে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এটি আরও দৃশ্যমান হবে। তবে আমরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ করছি এবং কারো প্রতি অন্যায় করব না।
শফিকুল আলম আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদের পথ অনুসরণ করে আমরা জাতিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তারা চেয়েছিলেন দেশে ভোট চুরি ও দুর্নীতি না থাকুক এবং কোনো অবৈধ শাসক যাতে মানুষের ওপর অত্যাচার চালাতে না পারে। আমরা সেই আদর্শে অটল থাকতে চাই।
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। পুলিশ কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহার করা হবে যাতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত হয়। আমরা আশা করছি, জাতি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন পাবে।
অনুষ্ঠানের সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতা আবু সাদিক কায়েম।
আপনার মতামত লিখুন :