দাম নিয়ন্ত্রণে শিগগিরই পেঁয়াজ আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট পণ্য রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার ফলে রফতানি লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না।
তিনি বলেন, ভারতের সঙ্গে অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে। ব্যবসায়ীরা কীভাবে মোকাবিলা করছেন, তারাই ভালো বলতে পারবেন। তবে এক্ষেত্রে সমস্যা আছে বলে মনে হচ্ছে না। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও, এখনো সাড়া মেলেনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন