ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

এবার যুক্তরাষ্ট্র থেকে জাহাজ কিনছে সরকার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৬:৪৪ পিএম
বিমানের পর এবার যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার। ছবি- সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বিমান কেনার পর এবার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। 

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জাহাজ কেনার প্রস্তাব অনুমোদিত হয়।

যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে দুটি জাহাজ কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ৯৩৬ কোটি টাকা বা ৭ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে এসব জাহাজ সংগ্রহ করা হবে।

জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান থেকে প্রস্তাব আসে, যার মধ্যে দুইটি কারিগরিভাবে গ্রহণযোগ্য ছিল। সর্বনিম্ন দরদাতা হিসেবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নির্বাচিত হয়েছে।

এর আগে গত মাসে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য সরকারের এই ক্রয় কার্যক্রম যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর চেষ্টা চলছে এবং আলোচনা এখনও চলমান রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র থেকে বিমান ও জাহাজ কেনার এই উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং শুল্ক নির্ধারণেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।