ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১২:০৮ এএম
বিএসএফ। ছবি- সংগৃহীত

মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত এলাকায় ‘অপারেশন অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই অভিযান আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিএসএফ এক বিবৃতিতে জানায়, অভিযানে মেঘালয় রাজ্য পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ সময় সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধান নিশ্চিত করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে সীমান্তে ২৪ ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি এবং নৌপথে টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে গবাদি পশু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। নাইট ভিশন সরঞ্জাম ও ভ্রাম্যমাণ টহল দলের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বিএসএফের শিলং ফ্রন্টিয়ার সদর দপ্তরের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বার্তা সংস্থা এএনআইকে জানান, স্বাধীনতা দিবসের উৎসব চলাকালীন দেশের নিরাপত্তা রক্ষা ও শত্রুপক্ষের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে এই বিশেষ অভিযান হাতে নেওয়া হয়েছে।