ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে: মাহমুদুর রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৮:০০ পিএম
কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে। কারণ জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ করতে হলে আগে জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করতে হবে। এজন্য ষড়যন্ত্রকারীরা জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

ষড়যন্ত্রকারীরা নানা রকম ফাঁদে ফেলতে কাজ করছে। তাই সতর্কতা অবলম্বন করতে তিনি জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের হলরুমে অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংস্থা- ঢাকার উদ্যোগে ‘তারুণ্যের গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ ও উত্তরণে যুব তরুণদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাধীনতার ৫৪ বছরেও শোষণ এবং বৈষম্য মুক্ত দেশ গড়তে না পারা প্রবীণদের ব্যর্থতা উল্লেখ করে ড. মাহমুদুর রহমান বলেন, সেই ব্যর্থতার গ্লানি মুছতে তরুণেরা এগিয়ে এসেছে। তরুণদের মধ্যে যেই সাহস ও দেশপ্রেম দেখা যাচ্ছে এই তরুণদের কোনো পরাশক্তি দমাতে পারবে না।

রাষ্ট্র উন্নয়নে তরুণদের পাশাপাশি প্রবীণদের অংশগ্রহণ জরুরি। তাই শুধু তরুণদের উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে নবীন-প্রবীণ ও তরুণ প্রজন্মের সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গড়তে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

তিনি শহীদ আনাসের সাহসিকতা, দেশপ্রেম তুলে ধরে বলেন, শুধু তরুণরাই নয়, আনাসের মতো কিশোররাও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সারা পৃথিবীতে বাংলাদেশের জুলাই বিপ্লব বিশ্বের আইকন। জুলাই বিপ্লব ছাত্রদের নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। কেউ নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করলেও সেটি সঠিক নয়।

সেমিনারে সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক বলেন, তরুণ ও যুবকেরা সমাজ পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে তরুণ প্রজন্ম ও যুবসমাজ সেই প্রমাণ দেখিয়েছে।

তিনি রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে প্রশিক্ষিত ও দক্ষ যুবসমাজ গড়ে তুলতে আহ্বান জানান।

আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক যুব সমাজের জন্য খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থা করার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। একটি জাতির উন্নয়নে প্রশিক্ষিত জনশক্তি কিংবা যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুব সমাজকে সম্পত্তি পরিণত করার বিকল্প নেই।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম জিয়াউল হাসান ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। কারণ হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদী হাসিনার দোসররা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বহাল তবিয়তে রয়েছে। তারা পতিত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে গোপনে কাজ করে যাচ্ছেন। ফ্যাসিবাদে শিকড় উপড়ে নতুন বাংলাদেশ গড়তে হলে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সর্বস্তরকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে।

হাসিনুর রহমান আরও বলেন, হাসিনাকে ফ্যাসিবাদী হয়ে উঠতে সবচেয়ে বেশি সহায়তা করেছে ডিজিএফআই। আমি যখন আয়না ঘরের তথ্য প্রকাশ করি, এরপরই ডিজিএফআই আমাকে আয়না করে বন্দি করে।

যুব উন্নয়ন সংস্থা-ঢাকার সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের  প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। 

এ ছাড়াও সেমিনারে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ড. আব্দুর রব বলেন, জুলাই বিপ্লব তারুণ্যের বিজয়। তরুণদের নেতৃত্বে এই বিজয় অর্জিত হয়েছে। এই বিপ্লবে শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের মধ্যে সংখ্যায় বেশি তরুণ ও কিশোর। এই তরুণ ও কিশোররা জাতিকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সাহসিকতা দেখিয়েছে। পুরো জাতিকে তারা ঐক্যবদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে। এই ঐক্যে ফাটল দেখা দিলে বিপ্লব নস্যাৎ হয়ে যাবে। জাতি দুর্বল হয়ে যাবে। তাই শক্তিশালী জাতি গঠনে বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই।