ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

২৫ শতাংশ ব্যর্থতার সম্ভাবনা নিয়ে ট্রাম্প পুতিনের বৈঠক শুক্রবার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৯:২২ পিএম
পুতিন, ট্রাম্প এবং জেলেনস্কি। ছবি- সংগৃহীত

আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ বৈঠক ব্যর্থ হওয়ার ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া পুতিনের সাথে এবারের আলোচনা সফল হলে দ্বিতীয় মেয়াদে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ তিনজন একসাথে আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি। 

ইউরোপীয়ান কমিশন জানিয়েছে, আলোচনায় ইউক্রেনের স্বার্থ রক্ষা করতে কাজ করে যাচ্ছে তারা। এছাড়া, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় আলাস্কা সামিটে পুতিনকে অবশ্যই শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকার প্রমাণ রাখতে হবে বলে জানান স্টারমার।


এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। একই সুর হোয়াইট হাউজেরও।  বৃহস্পতিবার (১৪ ) হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিট ল্যাভিট জানিয়েছেন, যুদ্ধ বন্ধে সব ধরণের চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।