রাজধানীর বনানী এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। জানা গেছে নিহত রাহাত ইন্টারনেট ব্যবসার পাশাপাশি ঠিকাদারির ব্যবসা করতেন।
বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৪টা দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহাত মহাখালীর হাজী বাড়ির জিপি গ-১৪০ নম্বর বাসার রবিউল আউয়ালের ছেলে।
আজ দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আমজাদ শেখ জানান, ‘আমরা আজ সকালের দিকে খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ‘আমরা জানতে পেরেছি, মহাখালী ১১নং রোডের ১০০ নম্বর বাসায় দ্বিতীয় তলার সিঁড়িতে ৪ থেকে ৫ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার স্বজনরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান রাহাত। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
নিহত রাহাতের চাচা ইব্রাহিম খলিল বলেন, ‘আমার ভাতিজা এলাকায় ইন্টারনেট ব্যবসার পাশাপাশি ছোটখাটো ঠিকাদারি কাজ করত। মোহাম্মদপুর এলাকা থেকে মুন্না নামে তার এক বন্ধু প্রায়ই আমার ভাতিজার কাছে আসত। আমরা জেনেছি গতরাতে মুন্নাসহ পাঁচ থেকে ছয় জন আমার ভাতিজাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। তবে কী করার কারণে তারা এ ঘটনাটি ঘটিয়েছে তা আমরা জানতে পারিনি।’