বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহর সঙ্গে বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর গ্রীনরোডস্থ পানি ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকাস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সরাসরি এবং মাঠ পর্যায়ের দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণ করেন।
সভায় মহাপরিচালক বোর্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের মধ্যে গুরুত্বপূর্ণ ৩৯টি নির্দেশনামূলক বিষয় উপস্থাপন করেন। বিশেষ করে কর্মকর্তা ও কর্মচারীগণকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
মহাপরিচালক সভায় সময়মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন, প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আলাদা অগ্রগতি প্রতিবেদন প্রদান, রাজস্ব বাজেটের আওতায় কাজের জন্য প্রতি পনেরো দিন অন্তর প্রতিটি কাজের ছবি ও অগ্রগতির বিবরণসহ বই আকারের অগ্রগতি প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন।
তিনি দ্রুততম সময়ে দরপত্র আহ্বান ও অগ্রগতি প্রতিবেদনের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দেন। এ ছাড়া জরুরি প্রতিরক্ষামূলক কাজের বিস্তারিত তথ্য ছবিসহ অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করা, বন্যার সময় রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়িত নদী তীর প্রতিরক্ষা কাজের সুরক্ষা নকশা অনুসরণ এবং প্রতিটি মাঠ অফিস থেকে সময়মতো কাজের পরিকল্পনা (ওয়ার্কপ্ল্যান) প্রদান ও হালনাগাদ করার নির্দেশ দেন।
মহাপরিচালক আরও বলেন, প্রকল্প প্রণয়ন, কারিগরী কমিটি গঠন ও প্রতিবেদন সবুজপাতাভুক্ত প্রকল্প ইত্যাদির লক্ষ্যমাত্রা ও অগ্রগতি সবসময় হালনাগাদ রাখার, আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ নির্দেশিকা তৈরির এবং বোর্ডের সংস্কার নিয়ে ই-মেইলের মাধ্যমে ঢাকা ও মাঠের সব দপ্তর থেকে প্রস্তাব নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
তিনি জানান, কর্মকর্তারা দৈনিক কর্মকাণ্ড নোটবুকে লিখবেন, জরুরি কাজ বাস্তবায়নের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজে সাইট পরিদর্শন করে জরুরি ঘোষণা করবেন, প্রতিটি কার্যসাইটে ওজন মাপার যন্ত্র (ওয়েট মেশিন) রাখা, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবর, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বা বোর্ডে প্রাপ্ত যেকোনো আবেদন/অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থাসমূহ সন্নিবেশ করে একটি অনলাইন অ্যাপ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।
মহাপরিচালক প্রকল্প বাস্তবায়নের সময় পূর্বানুমোদন ছাড়া কোনো অতিরিক্ত কাজ বাস্তবায়ন না করা, পানি উন্নয়ন বোর্ডের জন্য একটি প্রধান পরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন করা, পাট ও জিও-ব্যাগ কোম্পানির সঙ্গে যোগাযোগ করে পাটের কাপড় তৈরির পদক্ষেপ গ্রহণ, বনায়ন নীতিমালা হালনাগাদ, প্রতিটি গ্রেডের কর্মচারীদের জন্য কর্মকর্তা-সিনিয়রিটি তালিকা তৈরি, ড্রেজার ও যান্ত্রিক বিভাগের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত, অধিগ্রহণকৃত জমির নামজারি সম্পন্ন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করার নির্দেশ দেন।
মো. এনায়েত উল্লাহ আরও নির্দেশ দেন, মাঠ পর্যায়ে প্রতিটি দপ্তরে কোনো ব্যক্তি কোনো আবেদন বা অভিযোগ নিয়ে এলে তা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, TO & E চূড়ান্ত করে সংশ্লিষ্ট সমস্যার সমাধান, প্রত্যেক প্রধান প্রকৌশলী তার অঞ্চলের আওতাধীন জলনিয়ন্ত্রক ও সংযুক্ত খাল কার্যকরী আছে কি না তা নিশ্চিত করা, রাজস্ব বাজেটের আওতায় মেরামত কাজের বাজেট দুই ধাপে প্রণয়ন করে বাস্তবায়ন, বন্যাকালীন জরুরি কাজের জন্য একটি প্রযুক্তিগত নকশা (টেকনিক্যাল গ্রিডলাইন) প্রণয়ন এবং এক বছরের মধ্যে সকল শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা।
এ ছাড়া মহাপরিচালক পানি উন্নয়ন বোর্ডকে কাগজবিহীন অফিসে রূপান্তরের জন্য পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন।
মহাপরিচালকের উপরোক্ত নির্দেশনাসমূহের বিষয়ে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও কর্মচারী প্রতিনিধিগণ বক্তব্য রাখেন এবং মহাপরিচালকের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বোর্ডের সার্বিক উন্নয়নের স্বার্থে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।