ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৭:২২ এএম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা। ছবি- সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বৃদ্ধি করে ৫০ টাকা থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে অর্ধেক, অর্থাৎ ২৮ টাকা।

বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিআরটিএ ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় অংশ নেন পরিবহন মালিক, শ্রমিক, রাজনৈতিক দল, যাত্রী অধিকার সংগঠন এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা ভাড়া বৃদ্ধির পক্ষে ও বিপক্ষে মত দেন। পরিবহন মালিকদের দাবির প্রেক্ষিতে আলোচনা চলাকালে দুটি পক্ষ তৈরি হয়- একপক্ষ ভাড়া বৃদ্ধির পক্ষে, অপরপক্ষ বিরোধিতা করে। দীর্ঘ আলোচনার পর সরকারি প্রজ্ঞাপন ও দূরত্ব-ভিত্তিক ইউনিট মূল্য বিশ্লেষণ করে ভাড়া নির্ধারণের দায়িত্ব জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন,  ‘আইনের বাইরে গিয়ে কিছু করা যাবে না। সকল পক্ষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে বিবেচনা করে ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর থাকবে।’

ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ

এদিকে ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এক যৌথ বিবৃতিতে বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছরের  ৭ নভেম্বর ভাড়া ৫০ টাকায় নামিয়ে আনা হয়েছিল। বাস মালিকদের চাপে আবার তা বাড়ানো অযৌক্তিক।’

তারা দাবি করেন, জ্বালানির মূল্য বাড়েনি, মালিকরা চাঁদার যন্ত্রণাও কাটিয়ে উঠেছেন। তাহলে নতুন করে ৫ টাকা ভাড়া বাড়ানোর যৌক্তিকতা কোথায়?

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘আমরা এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা বিবেচনায় তা পাস হয়েছে। আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’