ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

‘সাদাপাথর শুধু লুট হয়নি, হয়েছে হরিলুট’

সিলেট ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৩:২৬ পিএম
কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শন করেন  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান। ছবি- সংগৃহীত

সাদাপাথর শুধু লুট হয়নি, হয়েছে হরিলুট। এর সঙ্গে যারাই জড়িত, সে যত বড় রাজনৈতিক দলের নেতা হোক কিংবা প্রশাসনেরই কোনো কর্মকর্তা হোক না কেন, কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান।

শুক্রবার (২২ আগস্ট) সকালে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় মন্ত্রিপরিষদের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলেন, সাদা পাথরসহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এলাকা। আর যাতে কোনো পাথর উত্তোলন কেউ না করতে পারে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনকে আহ্বান জানান তিনি।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার পর হয়তো আগের মতো প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি ফিরে আসবে না। তবে আগের অবস্থায় যাতে কিছুটা হলেও ফিরে যাওয়া যায়, সে চেষ্টা অব্যাহত রাখা হবে বলে মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খনিজসম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।