মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানের সময় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তাদেরকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ জানান, এখন এখান থেকে তাদের নিয়ে যাওয়ার ছাড়া বিকল্প নেই। পরে সিনিয়ররা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে মঞ্চ ৭১। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

গোলাম মোস্তফা জানান, আমি একজন অংশগ্রহণকারী। দল-মতের সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন। কামাল হোসেন আসেননি। ২০-২৫ জন ব্যক্তি এসে হট্টগোল তৈরি করে, আমাদের ঘিরে ফেলে, তবে কারও গায়ে হাত দেয়নি।
এরপর দুপুর ১২টার দিকে এডিসি হাফিজ আল আসাদ নেতৃত্বে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, মঞ্চ ৭১-এর অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে পৌঁছে উপস্থিতদের ঘেরাও করেন। তারা লতিফ সিদ্দিকীসহ অন্যদের অনুষ্ঠানস্থলে প্রবেশ ও অবস্থান করতে বাধা দেন। ঘটনাস্থলে একটি টেবিল ভাঙা দেখা যায়। কিছু অংশগ্রহণকারী আহত হন, আর অন্যদের মধ্যে হৈ-হুল্লোড় তৈরি হয়।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার লক্ষ্য নিয়ে ‘মঞ্চ ৭১’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিরা যুক্ত। সমন্বয় করছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। ৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের কথা জানানো হয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন