বিশ্ববাসীর কাছে রোহিঙ্গা সংকট গুরুত্ব হারিয়েছে বলে মনে করছেন মিয়ানমারের মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। সমস্যা সমাধানে বিশ্বকে আগে এই সমস্যা স্বীকার করতে হবে বলেও মনে করেন তিনি।
রোহিঙ্গাদের সমস্যা এবং তাদের প্রত্যাবাসান প্রক্রিয়া তুলে ধরতে কক্সবাজারে আয়োজন করা হয়েছিল অংশীজন সংলাপ। সেখানে টম অ্যান্ড্রুজও অংশ নেন। পরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সমস্যাকে স্বীকার না করলে আপনি তার সমাধান বের করতে পারবেন না উল্লেখ করে টম অ্যান্ড্রুজ বলেন, ‘বর্তমানে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে প্রায় অদৃশ্য। নানা সংকট সামনে এলেও রোহিঙ্গা সংকটকে ভুলে গেলে হবে না। বিশ্বকে এ সংকটকে স্বীকার করতে হবে, রোহিঙ্গাদের কথা শুনতে হবে এবং তারা কোন বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে তা জানতে হবে। কেবল তবেই সমাধানের পথে এগোনো সম্ভব।’
রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে বলেও জানান টম অ্যান্ড্রুজ। তিনি আরও বলেন, ‘দায়মুক্তিসহ সহিংসতা, হত্যা, পরিকল্পিত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। রোহিঙ্গারা মিয়ানমারের জনগণ। তাদের নাগরিকত্বসহ সব অধিকার দিতে হবে।’
কোনো করিডোরের কথা বলেননি দাবি করে টম অ্যান্ড্রুজ বলেন, ‘করিডরের আইনগত সংজ্ঞা আছে। রোহিঙ্গা সংকটটি আঞ্চলিক এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। আমি কোনো করিডরের কথা বলিনি। কারণ এটি সুনির্দিষ্ট বিষয়, যার আইনগত সংজ্ঞা আছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন