ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

ডিআইএ’র নতুন পরিচালক অধ্যাপক সহিদুল ইসলাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:৪২ পিএম
ডিআইএয়ের নতুন পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে (ডিআইএ) পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক এম এম সহিদুল ইসলাম।

রোববার (৭ সেপ্টেম্বর) অধ্যাপক সহিদুল ইসলাম শিক্ষা ভবনে অবস্থিত ডিআইএ-এর দপ্তরে এসে যোগদান করেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ-২) কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এম সহিদুল ইসলামকে ডিআইএ পরিচালক পদে পদায়ন করা হলো।

গতকাল নতুন পরিচালক ডিআইএ দপ্তরে আসলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া শিক্ষার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানাতে আসেন। ডিআইএ-এর প্রধান কাজ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর বা সংস্থা পরিদর্শন এবং নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা।