প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮০তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে চলতি মাসের ২১ তারিখ দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন। এবারের সফরে তার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি।
তাদের মধ্যে রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সফর শেষ করে ২ অক্টোবর দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।
মো. তৌহিদ হোসেন জানান, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, বৈঠকটি রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন।
দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এবারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি বলেও উল্লেখ করেন তৌহিদ হোসেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন