ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করল ফ্রান্স

বাসস
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১২:১৪ এএম
ফ্রান্সের ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।। ছবি- সংগৃহীত

ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা প্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা প্রদানের জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে অবস্থিত এই কেন্দ্রটি মঙ্গলবার (১৬  সেপ্টেম্বর)  উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা ও দক্ষতা বৃদ্ধি করা।

তিনি আরো বলেন, এর ফলে দৈনিক আবেদন জমা পড়ার সংখ্যা বৃদ্ধি পাবে, অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় কমবে, অর্থপ্রদানের বিকল্পগুলো আধুনিকীকরণ হবে এবং একটি বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা উন্নত হবে।

তিনি জোর দিয়ে বলেন, ভিএফএস গ্লোবাল আবেদনপত্র ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করবে; তবে প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ফ্রান্স দূতাবাসের ওপরই থাকবে।

এটি প্রশিক্ষিত গ্রাহক পরিষেবা প্রতিনিধিদের দ্বারা সাজানো হয়েছে এবং গ্রাহকের সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে। আবেদনকারীরা অতিরিক্ত সুবিধাও পাবেন, যেমন প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার, ফর্ম পূরণসহ আরো বেশ কিছু সেবা।

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ভিসা প্রক্রিয়াকরণে ফরাসি সরকারের সাথে কাজ করছে, বর্তমানে ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে তারা।

ভিএফএস গ্লোবাল স্পষ্ট করে জানিয়েছে, তাদের ভূমিকা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র এবং বায়োমেট্রিক তালিকাভুক্তির মতো প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

শেনজেন ব্যবস্থার আওতায় ভিসার সিদ্ধান্ত, অনুমোদন এবং প্রত্যাখ্যান করা ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত।

নতুন ভিসা কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত খোলা থাকবে। আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন : https://visa.vfsglobal.com/bgd/en/fra.