সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:০১ এএম

অবিরাম বৃষ্টিতে ডুবল ঢাকা

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:০১ এএম

ডুবে গেছে ঢাকার সড়ক। ছবি- সংগৃহীত

ডুবে গেছে ঢাকার সড়ক। ছবি- সংগৃহীত

গত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে সাতসকালেই রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে ঢাকা শহরের প্রধান সড়কগুলোসহ অধিকাংশ এলাকা হাঁটু থেকে কোমরসমান পানির নিচে ডুবে যায়। সাতসকালে ঘর থেকে বের হওয়া স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অফিসগামী মানুষকে পড়তে হয় ভোগান্তিতে।

সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে ভয়াবহ চিত্র। মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার, শান্তিনগর, মৌচাকের কিছু এলাকায় হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাতিরঝিলের কিছু এলাকাতেও পানি জমে আছে। ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, আসাদগেট, নিউমার্কেট, মিরপুর-১০ ও শেওড়াপাড়াসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে। এসব এলাকার কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে পড়ে অনেক সড়কে যান চলাচল।

রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও অলিগলিতে দেখা গেছে বিপর্যস্ত পরিস্থিতি। অনেক এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। জনসাধারণকে হাঁটুপানি মাড়িয়ে চলতে হয়েছে। রাস্তায় এত পানি যে হেঁটেও যাওয়া সম্ভব নয়। আর রিকশা, সিএনজি পেলেও ভাড়া নিচ্ছে দ্বিগুণ। কোথাও হাঁটুপানি কোথাও কোমড় পানির কারণে অফিসগামী মানুষ আর শিক্ষার্থীর বাসেও উঠতে পারছে না। রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার বাড়তি ভাড়ার কারণে কর্মজীবী মানুষের দিশাহারা অবস্থা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৪ মিলিমিটার।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে। সারা দিন থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে করে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Link copied!