ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৪৮ এএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি- সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ ও বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও সংলাপে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এদিকে, বৈশ্বিক রাজনৈতিক ইস্যু এবং দুইদেশের সম্পর্কের প্রসার ঘটাতে বুধবার (২৪ সেপ্টেম্বর) তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন।

বৈঠকে তারা দু’দেশের পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিষয়ক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনা করেন। পাশাপাশি, জাতিসংঘ অধিবেশনের ফ্রেমওয়ার্কে আরও কূটনৈতিক সম্পর্ক মজবুত করার বিষয়ে মতবিনিময় হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস উপস্থিত থেকে ট্রাম্পকে বাংলাদেশে সুবিধাজনক সময়ে সফরের আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে তিনি বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতা, যেমন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

সেখানে অধ্যাপক ইউনূস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও আলাপ আলোচনা করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উল্লেখ, বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইতালির প্রধানমন্ত্রীসহ কয়েকজন উচ্চপর্যায়ের নেতার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা।